Top Menu

Header Ads

ডেভেলপাররা ভালো কোম্পানি পাচ্ছেনা খুব সিম্পল কয়েকটা কারনে

Developer, Job, Company, Startup Company, Developer Job in Bangladesh


ডেভেলপাররা ভালো কোম্পানি পাচ্ছেনা খুব সিম্পল কয়েকটা কারনে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ চারটা বিষয়ে জানা না থাকলে আপনাকে কোম্পানি বসিয়ে বসিয়ে বেতন দিবে না। আপনাকে হায়ার করে তিনমাস পর এক লাখ টাকা লস দেয়ার কোন মানেই নাই। অনবোর্ডিং করতেও অনেক সময় তিনমাস লেগে যায়।

ভালো কোম্পানিগুলো আপনার কাছ থেকে চারটি গুরুত্বপূর্ণ বিষয় আশা করে। এবং বাকি বিষয়গুলো এই চারটার পর আসে।
১। টেকনিকাল স্কিল। যেভাবে পারেন, ফ্রিতে হউক, পেইড হউক, চ্যারিটি, ওপেন সোর্স প্রজেক্ট, ইন্টার্ন, নন-ইন্টার্ন, যেটাই হউক, যেভাবে হউক, কাজ করে দ্রুত কাজ শেখা শুরু করুন। একবার ভালোমত নির্দিষ্ট বিষয়গুলো শিখে ফেললে কোম্পানিই আপনাকে খুঁজবে। আপনার যোগ্যতা না থাকলে সার্টিফিকেট দিয়ে কোম্পানি কি মুড়ি খাবে? অনেকে ত কপি পেস্ট সিভি দিয়ে এপ্লাই করে কিন্তু জব পোস্টই পড়ে দেখেনা। আপনার স্কিলের জন্য আপনাকে ডলার দিবে উনারা, চেহারার জন্য নাহ।
২। এটিচিউড। আপনার চলাফেরা, কথাবার্তা, কাজের প্রতি আগ্রহ, সমস্যা সমাধান করার একটা আগ্রহ, মানুষকে সাহায্য করার মানসিকতা থাকতে হবে। মাঝে মাঝে ব্লগ লিখবেন, নিজের একটা পার্সোনালিটি ধরে রাখবেন, বিভিন্ন মিটয়াপে অংশ নিবেন, মানুষের সাথে সুন্দর ব্যবহার করবেন, কমিউনিটির মানুষের সাথে সুসম্পর্ক রাখবেন।
৩। এপটিটিউড। শেখার আগ্রহ ও দ্রুত শেখার দক্ষতা। এই ইন্ডাস্ট্রি খুব দ্রুত চেঞ্জ হয়। সকালে এক জিনিস শিখবেন, বিকালে সেটা চেঞ্জ হয়ে যাবে। সকালে জেকুয়েরি শিখলে, বিকালে দেখবেন রিএক্ট লাগতেসে, রাতে এংগুলার। এই দ্রুত চেঞ্জিং ইন্ডাস্ট্রিতে টিকে থাকার একমাত্র উপায় হলো দ্রুত শেখার স্কিল তৈরি করা, যার জন্য আপনার ফান্ডামেন্টাল যত শক্ত হবে, ততই দ্রুত গুগল সার্চ করে আসল সমস্যাটা খুঁজে বের করতে পারবেন। কাজের ফাঁকেও শিখতে হবে।
৪। নেটওয়ার্ক। দেশীয় কাজকর্মে মামা চাচা ছাড়া চাকরি পাওয়া যায়না, তেমনি এইসব কাজে আপনার দরকার ভালো নেটওয়ার্ক। আপনি কমিউনিটিকে হেল্প করবেন, একটা দরকার হলে কমিউনিটি আপনাকে হেল্প করবে।
যদিও আমরা এই হেল্পগুলোকে অনেক সময় ভিন্নভাবে নিই। অনেকেই মনে করে সিনিয়র হলেই জুনিয়রকে হেল্প করা বাধ্যতামূলক, যেটা চিন্তা করাটাও এক রকম বেয়াদপি। সিনিয়রেরা উনাদের ফ্রি টাইমে যাকে যেভাবে খুশি হেল্প করবে, একে অপরকে নিজ থেকেই এগিয়ে নিবে, উনার সময়ের মূল্য দিতে না জানলে আপনার সময়ের মূল্যও কেউ দিবেনা।
কমিউনিটি গড়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো মানুষের সময়কে মূল্যায়ন করা।
আপনার স্কিল থাকলে, সঠিক এটিটিউড, শেখার আগ্রহ, কমিউনিটির সঠিক মূল্যায়ন করলে হাজার হাজার সিভি পাড়ি দিয়ে আপনার নামটা সবার আগে কোম্পানির কাছে রেফারেন্স হিসাবে পৌঁছে যাবে।
শিখুন, জানুন, তৈরি করুন।


লিখেছেন - মোঃ আবু তাহের

Post a Comment

0 Comments