Top Menu

Header Ads

ডেভেলপাররা কোম্পানি কেন ছেড়ে যায় - Part 2?



ডেভেলপাররা কোম্পানি কেন ছেড়ে যায়? কয়েকজনের গল্প থেকে এ মিলিয়ে একটা গল্পের মত করে কিছু বলি। কারো সাথে কাকতালীয় ভাবে মিলে গেলে আমার দোষ নাই।

একাকীত্বঃ একটা কোম্পানিতে জয়েন করার পর কিছুদিন ভালো কাটার পরই একটা অদ্ভুত জিনিস বুঝিতে পারি যে আমি একাই ডেভেলপার, এবং আমাকেই সব করা লাগে। শেখার স্বার্থে সবই করতাম। একা একা লাগত যদিও, তারপরও অসাধারন কিছু করতেসি দেখে বরং আরো ভালোও লাগতো।

বেতনঃ কিন্তু একটা সময় এসে বেতন নিয়ে ঘুরানো শুরু করে, আমিও ফ্রিল্যান্স কাজের দিকে ঝুঁকে পড়ি ঘর ভাড়া ও অন্যান্য খরচ চালানোর জন্য। এতে উনারা আরো অখুশি হয়, ব্যাপারটা এমন যে আমাকে বেতনও দিবে না, অন্যান্য কাজেও হাত দিতে দিবে না।

মাইক্রো ম্যানেজমেন্টঃ প্রতিটি খুটিনাটি নিয়ে জবাবদিহি করতে হতো। যত ঘন্টা কাজ হবে, কি কাজ কিভাবে হয়েছে না হয়েছে, তা নিয়ে জবাবদিহি করতে হতো। দেখা যেত এমন বিষয়ে এমনভাবে কাজ করতেসি যেটা আমার একদমই পছন্দ হচ্ছে না। টাইম ট্র‍্যাকিং করা হতো।

অর্গানাইজেশনঃ সকালে এই ফিচার, ত বিকালে অন্য ফিচার। এই এভাবে কাজটা করতে বললো, পরে এভাবে করার জন্য ধমক দিলো। কিছুই ডকুমেন্টেড নেই, কোন কিছুর অটোমেটেড টেস্ট নেই, রিলিজ করো, প্রোডাকশন এ টেস্ট হবে। অথচ বাগ পেলে সেই বকা।

ছুটিঃ একটা সময় টের পেলাম আমার কোন ছুটিই নেই বিভিন্ন রিলিজের প্রেশারের জন্য। সকাল, দুপুর, রাত ১২ টা, রাত ২ টা, ঈদ, সরকারি ছুটি সহ কোন সময়ই কোন ছুটি নেই। একটা সময় প্রয়োজন হলেও ছুটি নিতাম, অপ্রয়োজনীয় হলেও। কারন, ছুটির নিয়েও কাজ করা লাগত। নামে ছুটি ছিল, কাজে না। মানুষ গায়ে হলুদের রাতে ডিপ্লয়মেন্ট নিয়ে কাজ করে? সবসময় এই ফিচার, অই ফিচার, সেই ফিচার ডিপ্লয়মেন্ট, এই বাগ ফিক্স, অই হটফিক্স। ওভারটাইমের জন্য কোন রিওয়ার্ড ছিল না, কিন্তু আন্ডারটাইমের জন্য ঠিকই বকা খেতে হতো। শেষে বিরক্ত হয়ে গিয়েছিলাম আর পারফরম্যান্স ড্রপ হয়ে গিয়েছিল। 

পরে অনেকের সাথে কথা বলে দেখলাম তারাও অনেকে তিন চার মাস বেতন পায়না, সারাক্ষণ রিলিজের প্রেশারে থাকে, উল্টাপাল্টা ম্যানেজমেন্ট হয়, অন্যান্য জায়গা হতে ভালো ভালো অফার পেয়ে, স্টাবিলিটি আর কাজের ফ্ল্যাক্সিবিলিটির জন্য তারাও চলে যায়। 

এই জবটাকে ব্লু-কলার জবের মত করে ফেলা হইসে। আপনি গাধার মত না খাটলে আরেকজন ঠিকই খাটবে, তাই কোম্পানিগুলোও তেমনটা পরোয়া করে না। সময়মত বেতন কি জিনিস সেটা তারা জানেনা। অটোমেটেড টেস্ট তাদের কাছে সময়ের অপচয়।


ভালো বেতন দিন, ভালো ফ্ল্যাক্সিভিলিটি দিন। লাখ কোটি টাকার দূর্নীতি যেই দেশ হয়, সেই দেশ অন্তত গরীব না


লিখেছেন - মোঃ আবু তাহের

Post a Comment

0 Comments